শেখ হাসিনাকে প্যাথলজিক্যাল খুনি বললেন সারজিস

আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০১:১৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০১:১৯:১১ অপরাহ্ন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, "হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে সে ২ হাজার খুন করতে পারতো না। যদি তার কোনো জীবনের প্রতি মায়া থাকতো, তবে সে এতগুলো জীবন নষ্ট করতে পারতো না।"

শুক্রবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেন, "শেখ খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এবং যারা তার নাম নিচ্ছে, তাদেরও খুঁজে বের করা হবে।" তিনি আরও বলেন, "খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে আমরা প্রস্তুত।"

তিনি উল্লেখ করেন, "৫ আগস্টের আগে যেমন আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।"

এ সময় চট্টগ্রাম বিভাগের ১০৫ শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv