রাঙামাটির সাজেকের পর্যটকবাহী জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন আহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেক ভ্রমণ শেষে ফেরার পথে হাউজ পাড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, জীপগাড়িতে ১০-১২ জন যাত্রী ছিল। এতে সাতজন আহত হয়। আহতের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি আহত হয়েছেন। তাকে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, সকালে পর্যটকবাহী জীপগাড়িটি সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে হাউজ পাড়া নামক গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ,সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরও জানান, সকালে পর্যটকবাহী জীপগাড়িটি সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে হাউজ পাড়া নামক গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ,সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।