৬৯ লাখ টাকার স্বর্ণ নিয়ে অভিনেত্রীসহ দুই বিমান যাত্রী আটক

আপলোড সময় : ০৭-১২-২০২৪ ০৩:৫০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৪ ০৩:৫০:১১ অপরাহ্ন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের আটক করা হয়। আটক যাত্রীরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ওই বিমানে তল্লাশি চালায়। তল্লাশির সময় অনামিকা জুথী দুটি হাতের চুড়ি স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো গলায় লুকিয়ে রাখেন। তারা এই স্বর্ণালংকারগুলি হাতব্যাগে বহন করছিলেন।

তাদের ঢাকা পাঠানো হয়, কারণ তারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ছিলেন। সেখানে এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিমের কাছে তাদের হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv