বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মন্তব্য করেছেন, ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার ও ভয় দেখানোর চেষ্টা করছে, তবে বাংলাদেশ এর কোনো ভয় পায় না। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
৭ ডিসেম্বর ঢাকা রিপোটার্স ইউনিটিতে "গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা" শীর্ষক মতবিনিময় সভায় ফরিদা আখতার আরও বলেন, বিচার প্রক্রিয়ার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা উচিত। তিনি কৃষি খাতের প্রসারে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন এবং পণ্য আমদানির পাশাপাশি উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এছাড়া, তিনি চাঁদাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়েও কথা বলেন এবং জানান, অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কাজ করছে।