স্বৈরাচার আসাদ পালিয়েছেন, সিরিয়া এখন মুক্ত: বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১১:৪১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১১:৪১:১৩ পূর্বাহ্ন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করেছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিরিয়ার জনগণের জন্য একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি হয়েছে এবং এখন শান্তি ও ন্যায়ের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।’

রবিবার (৮ ডিসেম্বর) ভোরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করে। একই দিন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট আসাদ রাজধানী ছেড়ে পালিয়েছেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড়াল দিয়েছে, যা সম্ভবত আসাদকে বহন করছিল।

বিদ্রোহীরা দামেস্কের সেদনায়া কারাগার থেকে অসংখ্য বন্দিকে মুক্তি দিয়েছে। তারা এই ঘটনাকে ‘বন্দিদের শিকল মুক্তি’ এবং ‘একটি অন্যায় যুগের অবসান’ বলে বর্ণনা করেছে। বিদ্রোহীরা জনগণের সঙ্গে মিলে রাজধানী দখলের জয় উদযাপন করেছে।

সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটেছে। বিদ্রোহীরা এখন একটি নতুন সিরিয়া গড়ার অঙ্গীকার করেছে, যেখানে শান্তি, ন্যায়বিচার, এবং সমতার ভিত্তিতে সব নাগরিক একসঙ্গে বসবাস করবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv