সাগরপাড়ে সাফ জয়ী নারীদের সংবর্ধনা দিল সেনাবাহিনী

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:২৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:২৮:০৫ অপরাহ্ন

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারে এ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ১ কোটি টাকার অর্থ পুরস্কারও দেওয়া হয়েছে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের।

সাফ জয়ী নারী ফুটবলাররা বলছেন, এই সংবর্ধনা তাদের জন্য বিশেষ কিছু। যা ভবিষ্যতে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে। সানজিদা আক্তার বলেন, "বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর কাছ থেকে সংবর্ধনা পাওয়া আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এটি আমাদের আরও ভালো খেলার প্রেরণা দেবে।" একই কথা বলেছেন মাসুরা পারভীন। তিনি বলেন, "সামনের দিনগুলোতে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে। দেশের জন্য আরও বড় অর্জন আনতে হবে।"

অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "নারী ফুটবল দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে। ভবিষ্যতে তারা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে দেশের সুনাম ছড়াবে।"

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "বাংলাদেশের নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছে। সঠিক পরিকল্পনা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে এই সাফল্যের পরিসর আরও বড় করা সম্ভব।"

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা।

নারী ফুটবলারদের প্রত্যেককে ৪ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা এবং সেরা গোলকিপার রুপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত ১ লাখ ৭৫ হাজার টাকা। কোচ ও কর্মকর্তারাও পেয়েছেন আর্থিক পুরস্কার।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv