বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ১২:৩৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ১২:৩৬:৩৯ অপরাহ্ন

বান্দরবান-রুমা সড়কের একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে ক্যক্ষংঝিরি এলাকায় এই ঘটনা ঘটে, যার ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পর দুই পাশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে পণ্য পরিবহনেও সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, "বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ার খবর পাওয়া গেছে। আমরা দ্রুত মেরামতের কাজ শুরু করব এবং যান চলাচল পুনরায় চালু করার চেষ্টা করা হবে।"

স্থানীয় বাসিন্দারা জানান, এই রাস্তাটি রুমা উপজেলার সঙ্গে বান্দরবানের মূল সড়ক যোগাযোগের অন্যতম প্রধান পথ। ব্রিজটির মেরামত দ্রুত সম্পন্ন না হলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমেও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

সড়ক বিভাগ জানিয়েছে, মেরামত কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মী পাঠানো হয়েছে। স্থানীয়দের আশা, দ্রুত ব্রিজটি সচল করা সম্ভব হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com