পুলিশের প্রস্তাবে তিন সংগঠনের ৬ প্রতিনিধি যাচ্ছে ভারতীয় হাইকমিশনে

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০১:১৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০১:১৮:২৩ অপরাহ্ন

বিএনপির তিন সংগঠনের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে গিয়েছেন ছয়জন প্রতিনিধি। পুলিশের প্রস্তাবে রাজি হয়ে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে তারা হাইকমিশনের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধিদের মধ্যে রয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ জানান, "শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। তবে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মেনে চলতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলে ছয়জন প্রতিনিধিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি।"

এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে বিএনপির প্রতিবাদী পদযাত্রা আটকে দেয় পুলিশ। নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে পদযাত্রাটি শুরু হয়।

পদযাত্রায় অংশ নিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা। তবে হাইকমিশনের সঙ্গে আলোচনার পর পুলিশ স্মারকলিপি দেওয়ার জন্য ছয়জন প্রতিনিধি প্রেরণের সিদ্ধান্ত নেয়।

এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে দলটির দাবি ও অবস্থান তুলে ধরার আশা করছেন নেতাকর্মীরা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv