হাইকোর্টে শমী কায়সারের জামিন আবেদন

আপলোড সময় : ০৮-১২-২০২৪ ০৬:০৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৪ ০৬:০৪:৩৮ অপরাহ্ন
ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। তার আইনজীবী জানায়, রোববার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।

এদিকে, ৯ নভেম্বর এই মামলায় শমী কায়সার এবং সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছিল। দুজনকেই রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। মামলার প্রেক্ষিতে, ৩ নভেম্বর মধ্যরাতে উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়, এবং ৪ নভেম্বর তার আদালতে হাজির করা হয়। তার পর ৬ নভেম্বর তাকে রিমান্ডে পাঠানো হয়। শমী কায়সারও ৫ নভেম্বর গ্রেপ্তার হন এবং তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলা অনুযায়ী, গত ১৮ জুলাই উত্তরা পূর্ব থানাধীন আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের হামলায় গুলিবর্ষণ হয়। এই হামলায় ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে, ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, যার আসামি করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে। এই মামলায় কৌশিক হোসেন তাপস ও শমী কায়সারকে আসামি করা হয়, এবং তারা জামিনের জন্য আবেদন করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com