দিল্লির ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন
ভারতের রাজধানী নয়াদিল্লির ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেয়া এই হুমকির পর স্কুলগুলোতে আতঙ্কের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।সোমবার (৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির হাতে আসা ই-মেইলের অনুলিপি অনুযায়ী, রোববার রাত ১১টা ৩৮ মিনিটে ই-মেইলটি পাঠানো হয়। ই-মেইলে দাবি করা হয়, ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।ই-মেইলে বলা হয়েছে, ‘বোমাগুলো ছোট, আর খুব সূক্ষ্মভাবে লুকানো আছে। হুমকিদাতা বোমা নিষ্ক্রিয় করার কথা বলে ৩০ হাজার ডলার দাবি করেছে।এতে আরও বলা হয়েছে, ‘বোমা বিস্ফোরিত হলে ভবনের খুব বেশি ক্ষতি হবে না, তবে তাতে অনেক মানুষ আহত হবে। আপনারা সবাই পরিণতি ভোগ এবং অঙ্গ হারানোর প্রাপ্য।’
 
দিল্লি পুলিশ প্রেরকের আইপি ঠিকানার বিষয়টি তদন্ত করছে এবং ই-মেইল প্রেরককে খুঁজছে।এনডিটিভি বলছে, সোমবার সকালে যখন স্কুল বাস আসছিল, অভিভাবকরা তাদের সন্তানদের নামিয়ে দিচ্ছিলেন, আর কর্মীরা সকালের অ্যাসেম্বিলির জন্য প্রস্তুতি নিচ্ছেন-এমন কর্মযজ্ঞের মধ্যে ওই সতর্কবার্তা আসে।দিল্লি ফায়ার সার্ভিস স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম কল পায়। পরে সকাল ৭টা ৬ মিনিটে ডিপিএস আর কে পুরম থেকে একই বিষয়ে আরেকটি কল আসে।
 এর আগে গত অক্টোবর ই-মেইলের মাধ্যমে একই ধরনের হুমকি এসেছিল, যাতে বলা হয়- সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশের স্কুলগুলোতে পরদিন সকাল ১১টার মধ্যে বোমা ফুটবে। ওই ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু হয়। যদিও পরে বোমা সংস্ক্রান্ত কিছু পাওয়া যায়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv