মারধর করে গান বাংলা দখলের মামলায় গ্রেপ্তার তাপস

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০১:২৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০১:২৪:০৩ অপরাহ্ন

অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ মালিকানা দখলের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ (সোমবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদ তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর আদালত ৯ ডিসেম্বর তারিখে শুনানির জন্য দিন ধার্য করেন। আজ তাপসকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার বাদী সৈয়দ শামস উদ্দিন আহমেদ গত ২৫ নভেম্বর আদালতে অভিযোগ দায়ের করেন। এতে কৌশিক হোসেন তাপস ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—তাপসের স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নী, রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগের ভিত্তিতে আদালত গুলশান থানার ওসিকে এটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। মামলাটি এখন তদন্তাধীন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv