আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০২:৩৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০২:৩৯:৫৩ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে এবং সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "অনেক ভুয়া মামলা হচ্ছে, আর এসব ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না এবং নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না।"

তিনি আরও জানান, দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট হয়ে গেছে, কিন্তু এখনও অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি বলেন, "লুট হওয়া অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।"

এছাড়া, মব জাস্টিস (মৌলিক আইন ভঙ্গ করে জনগণের হাতে বিচার) বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যার কারণে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটছে। এটি বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv