রবীন্দ্রসরণির মুক্তমঞ্চে চলো হাঁটি: লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-১২-২০২৪ ০৩:৫২:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৪ ০৩:৫৭:১৬ অপরাহ্ন
 রবীন্দ্রসরণির মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে সোনারগাঁ জনপদ পর্যন্ত আয়োজন করা হলো “চলো হাঁটি: Let's Walk - Walkathon 2024”। স্বাস্থ্য সচেতনতা ও সক্রিয় জীবনের বার্তা নিয়ে এই ওয়াকাথনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই ওয়াকাথনে ২.৫ কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, “হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয়, বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি। সমাজে সুস্থ, সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, “এই আয়োজন কেবল একটি ওয়াকাথন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সক্রিয় সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে এই ধরনের উদ্যোগে অংশ নিতে হবে।”চলো হাঁটি ওয়াকাথনের আয়োজন Let's Walk এর ফাউন্ডার ও চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন বলেন, আগামী ৩ মাসের মাঝে ঢাকা শহরে আরও ৪টি অঞ্চলে ওয়াকাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে Let’s Walk পক্ষ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে ওয়াকাথন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যমুনা টিভি সিইও ফাহিম আহমেদ এবং আন্তর্জাতিক খ্যখ্যাতিসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক জোবেরা রহমান লিনু।চলো হাঁটি: Let's Walk - Walkathon 2024 আয়োজন করেছে Let's Walk এবং রোটারি ঢাকা অবনী। এই আয়োজনের উদ্দেশ্য ছিল হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। সার্বিকভাবে, এই ওয়াকাথন জীবনে ইতিবাচক পরিবর্তনের দৃঢ় আকা•Lv জাগ্রত রাখার লক্ষ্য রেখে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সচেতনতা ছড়িয়েছে।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv