সরকার পতনের পর সিরিয়ার ফুটবলের লোগো ও জার্সি পরিবর্তন

আপলোড সময় : ১০-১২-২০২৪ ১০:৫৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৪ ১০:৫৪:০৮ পূর্বাহ্ন
সিরিয়ায় আসাদ সরকার পতনের পর পরিবর্তনের ঢেউ লেগেছে ফুটবলেও। জাতীয় ফুটবল দলের কিট ও লোগোর রঙে আনা হয়েছে পরিবর্তন।

বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই সিরিয়ার ফুটবল ফেডারেশন (এসএফএ) নতুন ঘোষণা দেয়। এক বিবৃতিতে তারা জানায়, পুরুষ জাতীয় দলের লোগো ও জার্সির রঙে পরিবর্তন আনা হয়েছে।

আগে সিরিয়ার জাতীয় দলের জার্সির প্রধান রঙ ছিল লাল। এখন থেকে তা হবে সবুজ। এসএফএর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মেও লাল রঙের পরিবর্তে সবুজ রং ব্যবহৃত হচ্ছে। এক অনানুষ্ঠানিক ফুটবল পেজে সবুজ জার্সি পরা খেলোয়াড়দের একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “এটি সিরিয়ার খেলার জগতে একটি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক, যা স্বজনপ্রীতি, পক্ষপাত ও দুর্নীতিমুক্ত।”

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে সিরিয়ার অবস্থান ৯৫তম। দেশটি সর্বশেষ ২০১২ সালে পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি জিতেছিল। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সিরিয়া এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দলের খ্যাতি ধরে রেখেছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv