মালদ্বীপে অসুস্থ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন

আপলোড সময় : ১০-১২-২০২৪ ১০:৫৯:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৪ ১০:৫৯:১২ পূর্বাহ্ন

গুরুতর অসুস্থ মালদ্বীপ প্রবাসী তানজু মিয়া আশরাফুলকে দেশে ফিরে উন্নত চিকিৎসার জন্য একটি বিমানের টিকিট সরবরাহ করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

সোমবার মালদ্বীপস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমানের টিকিটসহ যাবতীয় ভ্রমণ ডকুমেন্ট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী মো. ময়নাল হোসেন।

তানজু মিয়া আশরাফুল (৩৭) মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। বৈধ কোনো মালিকানা না থাকায় এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে অক্ষম হওয়ায় তার দেশে ফেরা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে তানজু মিয়ার চিকিৎসার খরচ ও দেশে ফেরার ব্যবস্থায় সহযোগিতা করায় হাইকমিশনের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv