জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে চলতি মাসেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করা জরুরি। পুরোনো সমস্যাগুলো পরিহারের জন্য নির্বাচনের আগে কিছু সংস্কার করা আবশ্যক।
সোমবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধি দলের সাথে কার্যালয়ে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সুপারিশ অন্তর্ভুক্ত করতে সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ড. ইউনূস বলেন, "সরকার যদি এখন নির্বাচন দেয়, তাহলে তা হবে সেকেলে। এতে পুরোনো সমস্যাগুলো ফিরে আসার আশঙ্কা রয়েছে। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যা হবে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত।"
তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের দুটি দায়িত্ব হলো নির্বাচন আয়োজন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। এ লক্ষ্যে কাজ করছে ১৫টি ভিন্ন কমিশন। চলতি মাসের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে এসব কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছি।"
বৈঠকে ইউরোপীয় প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, "এটি বাংলাদেশের বিজয়ের মাস। বৈঠকটি দেশের প্রতি আপনাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ।"
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কিছু অপপ্রচার সত্ত্বেও অর্থনীতি, ব্যাংকিং এবং শ্রম খাতে সংস্কারের মাধ্যমে দেশটি এগিয়ে যাচ্ছে।
"আমরা পুরোনো সমস্যাগুলোর সমাধানে এগিয়ে যাচ্ছি, যাতে একটি শক্তিশালী নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা যায়," বলেন ড. ইউনূস।