৭ মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন
৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বুধবার (১১ ডিসেম্বর) মাঠে ফিরবেন সাবেক টাইগার অধিনায়ক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিলেটে ব্যাটিং প্র্যাক্টিস সেরে নিয়েছেন তিনি। পর্যবেক্ষণ করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটও।সিলেটে এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি ছিলেন তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে ২২ গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।


চলতি বছরের মে মাসে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এ ওপেনারকে। এই সময়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে একাই চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও, খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর—টি-টোয়েন্টি ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট-বলের লড়াইয়ে হচ্ছে প্রিয় তারকার প্রত্যাবর্তন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্মআপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। ব্যাটিং শেষে যান মূল মাঠে। সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। তার মুখের হাসি দেখে মনে হলো, সন্তুষ্টই হয়েছেন।

সবশেষ বিপিএলের ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। ৪৯২ রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিলো ফরচুন বরিশাল। এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। 
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv