দুর্নীতির মামলায় প্রথম আদালতে সাক্ষ্য দিলেন নেতানিয়াহু

আপলোড সময় : ১১-১২-২০২৪ ১০:০৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ১০:০৪:৩৭ পূর্বাহ্ন
প্রথমবারের মতো দুর্নীতির মামলায় আদালতে হাজির হয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দেশটির ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী এ প্রথম ফৌজদারি বিচারের মুখোমুখি হলেন।স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তেল আবিবের ডিস্ট্রিক্ট আদালতে প্রবেশ করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে প্রথমবারের মতো আদালতে হাজির হন তিনি। দেশটির ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রধানমন্ত্রী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে হলো তাকে।
 
এর আগে, তাকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলেও তিনি হননি। ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০১৯ সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয়।
যদিও আদালতে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু। এমনকি এসব অভিযোগকে 'হাস্যকর' বলেও অভিহিত করেন তিনি।
 
পরে আদালত জানান নেতানিয়াহুকে এসব মামলায় সপ্তাহে তিনবার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন হতে পারে।এদিকে, সাক্ষ্য চলাকালে আদালতের সামনে অবস্থান নেন নেতানিয়াহুর বিরোধীরা। তার কঠোর শাস্তির দাবি করেন তারা। অন্যদিকে, নেতানিয়াহুর সমর্থকদের দাবি, মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে তাদের নেতাকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv