১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে কোনো লড়াইই করতে পারেনি মেহেদি হাসান মিরাজের দল।
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় মেনে নিয়েছেন।
সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। সেখান থেকে মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের ৯২ রানের রেকর্ড জুটি দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেয়। তবে এই রানও যথেষ্ট হয়নি। ক্যারিবীয়রা ৭ উইকেট ও ৭৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও তানজিম ভালো খেলেছে, কিন্তু আমাদের ভুল ছিল।’
এই মাঠে লড়াইয়ের জন্য স্কোরবোর্ডে ৩০০ রানের বেশি তোলার প্রয়োজন উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘তারা দারুণ বল করছিল। শুরুতে আমরা রান তুলতে পারিনি। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হয়েছিল ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু আমাদের স্কোর যথেষ্ট ছিল না। এখানে ৩০০ রানের বেশি করা জরুরি।’
যদিও ব্যাটসম্যানদের দোষারোপ করেছেন, বোলারদের প্রশংসা করতে ভোলেননি টাইগার অধিনায়ক। মিরাজ বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে রানা দুর্দান্ত ছিল। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য অনেক কঠিন কাজ।’
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ক্যারিবীয়রা। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় মেনে নিয়েছেন।
সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে মাত্র ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এক পর্যায়ে ১১৫ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। সেখান থেকে মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের ৯২ রানের রেকর্ড জুটি দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেয়। তবে এই রানও যথেষ্ট হয়নি। ক্যারিবীয়রা ৭ উইকেট ও ৭৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
ম্যাচ শেষে অধিনায়ক মিরাজ ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও তানজিম ভালো খেলেছে, কিন্তু আমাদের ভুল ছিল।’
এই মাঠে লড়াইয়ের জন্য স্কোরবোর্ডে ৩০০ রানের বেশি তোলার প্রয়োজন উল্লেখ করে মিরাজ আরও বলেন, ‘তারা দারুণ বল করছিল। শুরুতে আমরা রান তুলতে পারিনি। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও মনে হয়েছিল ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু আমাদের স্কোর যথেষ্ট ছিল না। এখানে ৩০০ রানের বেশি করা জরুরি।’
যদিও ব্যাটসম্যানদের দোষারোপ করেছেন, বোলারদের প্রশংসা করতে ভোলেননি টাইগার অধিনায়ক। মিরাজ বলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি। বিশেষ করে রানা দুর্দান্ত ছিল। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য অনেক কঠিন কাজ।’