বাংলাদেশে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা ভারতের বিরুদ্ধে আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে রাজপথে নেমেছেন। তারা দাবি করেছেন যে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। প্রতিবাদ জানাতে তারা দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ১১ ডিসেম্বর প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাব পৌঁছায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা ভারতের উদ্দেশে বলেন, "অপরাধীকে আশ্রয় দেয়াও অপরাধ।" তারা আরও বলেন, ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। সাবেক আইজিপি আশ্রাফুল হুদা মন্তব্য করেন, বাংলাদেশে সরকারের পরিবর্তন আগেও ঘটেছে, কিন্তু বর্তমানে ভারত সরকার পরিবর্তন নিয়ে অস্থির হয়ে উঠেছে।
এছাড়া, প্রতিবাদলিপি জমা দেওয়ার মাধ্যমে ভারতের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।