সুদানে বোমা হামলায় দুই দিনে নিহত ১২৭

আপলোড সময় : ১১-১২-২০২৪ ০৪:২১:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৪ ০৪:২১:১৩ অপরাহ্ন
সুদানে আবারও প্রাণঘাতী সংঘর্ষ। সেনাবাহিনী (এসএএফ) আর আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় দুই দিনে নিহত হয়েছেন অন্তত ১২৭ জন। সোম ও মঙ্গলবারের হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক মানুষ।

আরএসএফ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা বাড়িয়েছে সেনাবাহিনী। পাল্টা হামলা চালাচ্ছে আরএসএফও। একের পর এক বোমা ফাটানো হয়েছে কাবকাবিয়ার বাজারে। এতে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। রয়টার্সের হাতে পাওয়া ভিডিওতে বাজারজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ, আগুনে পোড়া দোকান আর ধ্বংসস্তূপ দেখা গেছে।

সেনাবাহিনী হামলার দায় অস্বীকার করে বলছে, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত যেকোনো অবস্থানই তাদের লক্ষ্যবস্তু। আরএসএফ এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস। এরপর থেকেই সুদানে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। জাতিসংঘ বলছে, এই যুদ্ধে এখন পর্যন্ত ৭০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দেশ ছাড়তে বাধ্য হয়েছে আরও ১৫ লাখ।

সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দুর্দশা বাড়ছে। যুদ্ধ থামার কোনো আলামত না থাকায় মানবিক সংকট তীব্র আকার ধারণ করছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv