রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের প্রোডাক্ট’ বললেও, পদত্যাগ চান না রিজভী

আপলোড সময় : ২৭-১০-২০২৪ ১২:২৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১০-২০২৪ ১২:২৪:০১ অপরাহ্ন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর তেজগাঁও এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন নিশ্চিত করতে সংস্কার কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। 

শনিবার বিকেলে তিনি বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং এ সংক্রান্ত তারিখ ঘোষণা করা।

রিজভী আরও বলেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও তাকে পদত্যাগে বাধ্য করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, যা পূরণ করা কঠিন।” 

বক্তব্যে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ ব্যবস্থার পরিবর্তনের দাবি জানান এবং উল্লেখ করেন যে জনগণ এই পরিবর্তন চায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ আরও নেতারা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv