অভিশংসনের মুখোমুখি হয়ে বললেন শেষ পর্যন্ত লড়াই করবো-দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:১৫:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:১৫:৩৭ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ও তা প্রত্যাহারের পর বিপাকে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। যদিও এরই মধ্যে নিজ দলের সংসদ সদস্যদের ভূমিকার কারণে প্রথম অভিশংসন থেকে রেহাই পেয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউন তার রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, উত্তর কোরিয়া নির্বাচনকে হ্যাক করেছে। তাছাড়া গণতন্ত্র রক্ষায় সামরিক শাসন আইনগত পদক্ষেপ ছিল বলেও উল্লেখ করেছেন।এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন যখন তার নিজ দলের নেতা বলেছেন, প্রেসিডেন্টের পদত্যাগের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে তাকে অব্যশই অভিশংসন করা হবে।এদিকে ইউন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে পারেন শনিবার। এর আগের বার ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অভিসংশনের ভোট পরিহার করেন।

এমন পরিস্থিতিতে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv