জাতিসংঘ সাধারণ পরিষদ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে ভোট দিলো ১৫৮টি দেশ

আপলোড সময় : ১২-১২-২০২৪ ১১:৩১:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৪ ১১:৩১:৫৭ পূর্বাহ্ন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় এ ভোট হয়।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ১৯৩ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ১৫৮টি ভোট পড়ে। বিপক্ষে ছিল ৯টি ভোট, আর ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

প্রস্তাবে বলা হয়েছে, গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি দরকার। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রমকে সমর্থন এবং ইসরাইলের এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধের পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে।

স্লোভেনিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত স্যামুয়েল জবোগার বলেন, ‘গাজার আর কোনো অস্তিত্ব নেই। এটি ধ্বংস হয়ে গেছে। বেসামরিক মানুষ ক্ষুধা, হতাশা এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে। এই যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো কারণ নেই। এখনই যুদ্ধবিরতি দরকার। জিম্মিদের মুক্তি দিতে হবে।’

সাধারণ পরিষদে এই প্রস্তাব পাস হলেও এটি বাস্তবায়নে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তা পাস হয়নি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৪ হাজার ৮০০ জন, আহত হয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি ফিলিস্তিনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv