ভারতকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ১১:২৫:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ১১:২৫:২৮ পূর্বাহ্ন
ভারতের সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে দেশটির জন্য মোস্ট ফেভারড নেশন (এমএফএন) সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৪ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দেশ অন্য একটি দেশকে এমএফএন মর্যাদা দিলে বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করতে হয়। এতদিন সুইজারল্যান্ড ভারতকে এই সুবিধা দিত। তবে, সুপ্রিম কোর্টের একটি রায়ের জেরে এ সুবিধা বাতিল করেছে দেশটি।

এমএফএন সুবিধা অনুযায়ী, ভারত যদি কোনো তৃতীয় দেশের সঙ্গে লভ্যাংশ, সুদ, রয়্যালটি বা প্রযুক্তি ফি সংক্রান্ত কর কমানোর চুক্তি করে, তবে সেটি সুইজারল্যান্ডের সঙ্গেও প্রযোজ্য হবে। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের শীর্ষ আদালত একটি রায়ে জানায়, ভারতীয় আয়কর আইনের ৯০(১) ধারা অনুযায়ী প্রজ্ঞাপন ছাড়া এই সুবিধা কার্যকর হবে না।

ওই মামলায় সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। সুইস কোম্পানিগুলোর উপর এর প্রভাব পড়ায় সুইজারল্যান্ড ভারতকে এমএফএন সুবিধা আর না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সুইজারল্যান্ডের ফাইন্যান্স বিভাগ গত বুধবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমএফএন সুবিধা স্থগিত করার সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলোকে অতিরিক্ত ১০ শতাংশ উৎসে কর দিতে হবে, যা আগে ৫ শতাংশ ছিল।

এমএফএন সুবিধা বাতিল হওয়ায় ভারতের পণ্য রফতানি, বিনিয়োগ এবং কর চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv