"জাতীয় পার্টি বেশে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে আ. লীগ"

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:১৯:২১ অপরাহ্ন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির ছদ্মবেশে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রাশেদ খান বলেন, “আমরা গণঅধিকার পরিষনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। কিন্তু দেখলাম, জাতীয় পার্টির লোকজনও এখানে শ্রদ্ধা জানাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা জাতীয় পার্টি নয়, এরা আওয়ামী লীগ।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একে অপরকে পুনর্বাসন করছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তাদের ফিরে আসার মিশন শুরু হয়েছে। আমাদের দাবি, এই দুই দলকে নিষিদ্ধ করা হোক। তারা গণহত্যা করেছে, দেশকে ধ্বংস করেছে।”

জিএম কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রাশেদ বলেন, “জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পার্টির সমাবেশে অংশ নিতে পারে। এর মানে কি? তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন।”

রাশেদ খান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আগামী ১৬ ডিসেম্বর আ. লীগ ও জাতীয় পার্টিকে স্মৃতিসৌধে যেতে দেওয়া যাবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এই দেশকে তারা ধ্বংস করেছে। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, “সরকারকে বলবো, দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার শুরু করুন। শেখ হাসিনাকে ভারতে রেখে, আওয়ামী লীগ হাইকমান্ডকে গ্রেপ্তার না করে বিচারের নামে চুনোপুঁটির বিচার মানা হবে না। আগে রাঘব-বোয়াল ধরুন। এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করুন এবং ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন অবৈধ ঘোষণা করুন।”

রাশেদ খান মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২৪-এর কোনো তুলনা করা যাবে না। মুক্তিযোদ্ধারা যেকোনো দল বা আদর্শের হলেও তাদের নিয়ে বিতর্ক করা ঠিক নয়। তাদের প্রতি আজীবন শ্রদ্ধা থাকা উচিত।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv