বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনায় অংশ নিয়ে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে অনেক গল্প রয়েছে, যা চলচ্চিত্রে তুলে ধরা উচিত। আমি খুব চেষ্টা করব, হয়তো খুব শিগগিরই এটি নির্মাণ করব। এই ঘটনাগুলো নিয়ে সিনেমা বানানোর মাধ্যমে আমরা ইতিহাস ধরে রাখতে পারি।”
অনুষ্ঠানটি আয়োজন করেছিল চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’। আলোচনা চলাকালে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে রাফী জানান, তিনি সত্য ঘটনা তুলে ধরতে ভালোবাসেন এবং ইতিহাসকে সিনেমার মাধ্যমে অমলিন করতে চান।
এদিকে, রাফীর আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে “মিনিস্ট্রি অব লাভ” নামে একটি প্রজেক্ট, যেখানে অভিনেত্রী দীঘি এবং জাহিদ হাসান থাকবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রজেক্টটির সবকিছু এখনও চূড়ান্ত হয়নি, দীঘি এবং রাফী দুজনেই এটি নিয়ে আশাবাদী।
অনুষ্ঠানটি আয়োজন করেছিল চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ও সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’। আলোচনা চলাকালে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে রাফী জানান, তিনি সত্য ঘটনা তুলে ধরতে ভালোবাসেন এবং ইতিহাসকে সিনেমার মাধ্যমে অমলিন করতে চান।
এদিকে, রাফীর আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে “মিনিস্ট্রি অব লাভ” নামে একটি প্রজেক্ট, যেখানে অভিনেত্রী দীঘি এবং জাহিদ হাসান থাকবেন বলে আশা করা হচ্ছে। যদিও প্রজেক্টটির সবকিছু এখনও চূড়ান্ত হয়নি, দীঘি এবং রাফী দুজনেই এটি নিয়ে আশাবাদী।