‘জমির জন্য ড. ইউনূসকে বাবা ডাকতে হলে ডাকবো’

আপলোড সময় : ১৪-১২-২০২৪ ০৪:২৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৪ ০৪:২৬:৩০ অপরাহ্ন
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি তার বিতর্কিত চিঠি নিয়ে মুখ খুলেছেন, যা শেখ হাসিনার সরকারের পতনের পর ভাইরাল হয়।

২০১৪ সালে পূর্বাচলে জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় বলেন, “একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আবেদন করতেই হয়। সেটা অনেকে করেছে, কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নেই। তবে আমি অনুতপ্ত।"

শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে জমি চাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে জয় আরও বলেন, “আমার জমির প্রয়োজন ছিল। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই। প্রয়োজন হলে ভবিষ্যতেও নিজের কাজের জন্য এ ধরনের সম্বোধন করবো।”

তিনি আরও বলেন, “বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তাদের পতনের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছে—তা খুব সেন্সেটিভ ইস্যু। আর আমি সেই সরকারের প্রধানকে ‘মা’ বলেছিলাম। সেটার জন্য আমি অনুতপ্ত।”

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয় মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিনেমা ‘৮৪০’-এর একটি চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত থেকে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা চিঠি এবং তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে জনমনে আবারও আলোচনা শুরু হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv