মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলার আয় ২০২৩ সালে বেড়েছে ৬৩ শতাংশ, যার মোট পরিমাণ ছিল ৭ কোটি ৯১ লাখ ডলার। এ আয় বেতন, বোনাস এবং শেয়ার প্রণোদনার মাধ্যমে এসেছে। তবে মাইক্রোসফটের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা ত্রুটির কারণে সত্য নাদেলা তার প্রাপ্য লভ্যাংশ কমানোর অনুরোধ করেছিলেন। এতে তাঁর আয় ৫০ লাখ ডলার কমে যায়।
মাইক্রোসফটের বেতন নির্ধারণ কমিটি জানিয়েছে, নাদেলা সাইবার হামলার জন্য ব্যক্তিগতভাবে দায়ী অনুভব করায় লভ্যাংশে কাটছাঁটের অনুরোধ করেছিলেন। তাঁর লভ্যাংশ ও প্রণোদনা অর্ধেকের বেশি কমানো হয়েছে এবং তাঁর আয়ের বেশিরভাগই শেয়ার থেকে এসেছে।
অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের তুলনায় নাদেলার আয় মোটামুটি উচ্চপর্যায়ের। উদাহরণস্বরূপ, অ্যাপলের টিম কুক আয় করেছেন ৬ কোটি ৩২ লাখ ডলার এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ৩ কোটি ৪২ লাখ ডলার আয় করেছেন। তবে টেসলার ইলন মাস্কের বেতন-ভাতার পরিমাণ সবচেয়ে বেশি, ৫৬ বিলিয়ন ডলার।
গবেষণা সংস্থা হাই পে সেন্টারের পরিচালক লুক হিল্ডইয়ার্ড প্রশ্ন তুলেছেন, এমন বিশাল আয় একজন ধনী প্রধান নির্বাহীর জন্য কতটা যৌক্তিক। তিনি মনে করেন, মাইক্রোসফটের সফলতা কর্মী, গ্রাহকসহ সবার সম্মিলিত অবদানে এসেছে এবং এই আয় আরও সমানভাবে ভাগ করে দেওয়া উচিত ছিল।
মাইক্রোসফটের বেতন নির্ধারণ কমিটি জানিয়েছে, নাদেলা সাইবার হামলার জন্য ব্যক্তিগতভাবে দায়ী অনুভব করায় লভ্যাংশে কাটছাঁটের অনুরোধ করেছিলেন। তাঁর লভ্যাংশ ও প্রণোদনা অর্ধেকের বেশি কমানো হয়েছে এবং তাঁর আয়ের বেশিরভাগই শেয়ার থেকে এসেছে।
অন্যান্য প্রযুক্তি সংস্থাগুলোর প্রধান নির্বাহীদের তুলনায় নাদেলার আয় মোটামুটি উচ্চপর্যায়ের। উদাহরণস্বরূপ, অ্যাপলের টিম কুক আয় করেছেন ৬ কোটি ৩২ লাখ ডলার এবং এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ৩ কোটি ৪২ লাখ ডলার আয় করেছেন। তবে টেসলার ইলন মাস্কের বেতন-ভাতার পরিমাণ সবচেয়ে বেশি, ৫৬ বিলিয়ন ডলার।
গবেষণা সংস্থা হাই পে সেন্টারের পরিচালক লুক হিল্ডইয়ার্ড প্রশ্ন তুলেছেন, এমন বিশাল আয় একজন ধনী প্রধান নির্বাহীর জন্য কতটা যৌক্তিক। তিনি মনে করেন, মাইক্রোসফটের সফলতা কর্মী, গ্রাহকসহ সবার সম্মিলিত অবদানে এসেছে এবং এই আয় আরও সমানভাবে ভাগ করে দেওয়া উচিত ছিল।