দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার এবং জামিন পাওয়ার ঘটনায় সাড়া পড়েছে চলচ্চিত্র ও ভক্তমহলে। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়, যার পরিপ্রেক্ষিতে দায়ের করা মামলায় শুক্রবার (১৩ ডিসেম্বর) আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সূত্রপাত ৪ ডিসেম্বর, যখন ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে বিশাল ভিড় হয়। আল্লু অর্জুনের আগমনের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের হুড়োহুড়ির মধ্যে ওই নারীর মৃত্যু ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তদন্তে পুলিশ আল্লু অর্জুনকে গ্রেফতার করে এবং ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের আদেশ দেয়। তবে আল্লু অর্জুনের আইনজীবী এই রায়ের বিরোধিতা করেন এবং জামিনের আবেদন জানান।
এদিকে, জামিন শুনানির সময় শাহরুখ খানের ২০১৭ সালের এক ঘটনার উদাহরণ টানেন আল্লু অর্জুনের আইনজীবী। বলিউড কিং শাহরুখ খানও ‘রইস’ সিনেমার প্রচারণার সময় ভিড়ের কারণে ঘটে যাওয়া একটি মৃত্যুর মামলায় অভিযুক্ত হয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয়, যুক্তি ছিল, সেলিব্রেটি হলেও সবকিছুর জন্য তাকে দায়ী করা যায় না।
এই যুক্তি তুলে ধরে আল্লু অর্জুনের আইনজীবী বলেন, অভিনেতা থিয়েটারের দোতলায় ছিলেন এবং ঘটনা ঘটেছে নিচতলায়। এছাড়া, ভিড় সামলাতে পুলিশ ও থিয়েটার কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। তেলঙ্গানা হাইকোর্টে শুনানির পর বিচারপতি জি শ্রীদেবী আল্লু অর্জুনকে ৫০ হাজার টাকার মুচলেকায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
তবে জামিন পাওয়ার পরও কিছু সময় কারাগারে থাকতে হয় আল্লু অর্জুনকে। আইনজীবী জানিয়েছেন, অভিনেতার মুক্তিতে বিলম্ব হওয়ায় দ্রুত এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনা আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ তার জনপ্রিয়তাকে কেন্দ্র করে ঘটনার জন্য তাকে দায়ী করছেন।