ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো এবং তাঁর সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টার প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার (তারিখ উল্লেখ না করা) নেত্তোকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর জইর বলসোনারোর পক্ষে ফলাফল বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে ব্রাজিলের পুলিশ। এর আগে গত মাসে নেত্তোকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, তবে এখন পর্যন্ত প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি।
জেনারেল নেত্তো ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অফ স্টাফ এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস জানিয়েছেন, তদন্তে অভ্যুত্থানচেষ্টায় নেত্তোর বৃহত্তর ভূমিকার প্রমাণ পাওয়ার পরই তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে নেত্তো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, বলসোনারোর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ফেডারেল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টার প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে শনিবার (তারিখ উল্লেখ না করা) নেত্তোকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর জইর বলসোনারোর পক্ষে ফলাফল বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে ব্রাজিলের পুলিশ। এর আগে গত মাসে নেত্তোকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, তবে এখন পর্যন্ত প্রসিকিউটররা তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেনি।
জেনারেল নেত্তো ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অফ স্টাফ এবং ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস জানিয়েছেন, তদন্তে অভ্যুত্থানচেষ্টায় নেত্তোর বৃহত্তর ভূমিকার প্রমাণ পাওয়ার পরই তাঁর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
তবে নেত্তো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এদিকে, বলসোনারোর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।