সিরিয়ার ২০টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:২১ অপরাহ্ন
সিরিয়ার বাশার আল-আসাদের পতনের পর, ইসরায়েলি বাহিনী দেশটির তথ্য প্রযুক্তি (আইটি) খাতের আনুমানিক ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার আইটি স্থাপনাগুলোর ওপর রাতভর সিরিজ হামলা চালিয়েছে। ইসরায়েলের লক্ষ্য ছিল যাতে বিভিন্ন গোষ্ঠী এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে, তাই এই হামলা করা হয়েছে। রাজধানী দামেস্ক, সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া, এবং তারতাসে হামলা চালানো হয়। 

ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে হামলা চালাচ্ছে এবং তাদের সম্পদ গুঁড়িয়ে দিতে অভিযান অব্যাহত রেখেছে।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল, তখন সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা, যাতে তা হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়।"

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের পর, গত ৮ ডিসেম্বর মাত্র ১২ দিনের মাথায় আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকেই ইসরায়েলি বাহিনী সিরিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে। এছাড়া, অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv