ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ফ্রান্সের মায়োতে নিহত ২

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০১:৪৮:৪৬ অপরাহ্ন
প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় চিডো শনিবার ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাত হেনেছে। এতে অন্তত দুজন নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে।
মায়োতের দুটি প্রধান দ্বীপের মধ্যে ছোটটির একটি পেটিট-টেরে।সেখানকার পামান্দজি বিমানবন্দর ‘ব্যাপক ক্ষতির’ শিকার হয়েছে, বিশেষ করে এর কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী ফ্রাঁসোয়া ডুরোভ্রে এক্সে জানিয়েছেন।
পরিবহনমন্ত্রী আরো জানান, সামরিক সহায়তাকারী বিমান দিয়ে প্রাথমিকভাবে বিমান চলাচল ফের শুরু হবে। জাহাজগুলো ফের সরবরাহ নিশ্চিত করতে রওনা হয়েছে।মায়োতের প্রধান প্রশাসক ফ্রাঁসোয়া-জ্যাভিয়ার বিউভিল বলেন, ‘আমাদের অনেকেই সব কিছু হারিয়েছে।

তিনি ঘূর্ণিঝড় চিডোকে ‘১৯৩৪ সালের পর সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়’ বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ফ্রান্সের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসে একটি সংকটকালীন বৈঠকের পরিকল্পনা করেছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে। বাইরু এখনো তার মন্ত্রিসভা গঠন করেননি।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক্সে লিখেছেন, ‘এটি এক জরুরি সময়।পুরো দেশ মায়োতের পাশে আছে।’ তিনি জরুরি সহায়তাকারীদেরও ধন্যবাদ জানান।
এদিকে মায়োতের প্রায় তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে ‘লকডাউন’ অবস্থায় থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন স্থানীয় সময় সকাল ৭টা থেকে ‘সম্পূর্ণ লকডাউন’ ঘোষণা করেছে, যা ‘জরুরি সেবাসহ সব কিছুর জন্য প্রযোজ্য’। একই সঙ্গে রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা ও মায়োতের প্রধান বিমানবন্দর দজাউদজি বন্ধ করে দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ ৭০টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘরবাড়িতে বসবাসকারী প্রায় এক লাখ বাসিন্দাকে এগুলো ব্যবহারের আহ্বান জানিয়েছে।

চিডোর গতিপথঃ চিডোর কেন্দ্র দ্বীপপুঞ্জের উত্তরে পূর্ব থেকে পশ্চিমে অতিক্রম করেছে এবং এখন এটি আফ্রিকার মূল ভূখণ্ড মোজাম্বিকের দিকে অগ্রসর হচ্ছে। কিছু জায়গায় ঘণ্টায় ২২৬ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হয়েছে। তবে আবহাওয়া কর্তৃপক্ষ মেটিও ফ্রান্স জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সরে যাওয়ায় শনিবার বিকেলের পর আবহাওয়া পরিস্থিতি ‘দ্রুত উন্নতি’হয়েছে।তারা আরো জানিয়েছে, ‘পরবর্তী ১৮ থেকে ২৪ ঘণ্টা চিডো অত্যন্ত বিপজ্জনক থাকবে’ এবং এটি মোজাম্বিকের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।  

সূত্র : এএফপি


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv