গানের সময় হিজাব না পরায় ইরানি শিল্পী আটক

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০২:১৬:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০২:১৬:৩৮ অপরাহ্ন
ইরানে হিজাব না পরে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার ঘটনায় ২৭ বছর বয়সী নারী শিল্পী প্যারাস্তু আহমাদিকে আটক করা হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে, যখন তাকে রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে আটক করা হয়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্যারাস্তুর আইনজীবী মিলাদ পানাহিপুর জানিয়েছেন, বৃহস্পতিবার প্যারাস্তুর ইউটিউবে পোস্ট করা ভার্চুয়াল কনসার্টের পর তাকে আটক করা হয়। কনসার্টে চারজন পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে অংশ নেন প্যারাস্তু। স্লিভলেস কালো পোশাক এবং খোলা চুলে প্যারাস্তুকে পারফর্ম করতে দেখা যায়। কনসার্টটি ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে ১৫ লাখেরও বেশি ভিউ পেয়েছে।

কনসার্টের ভিডিও পোস্ট করার সময় প্যারাস্তু ক্যাপশনে লেখেন, "আমি পরাস্তু, এমন একটি মেয়ে, যে আমার পছন্দের লোকদের জন্য গান গাইতে চায়। এটি এমন একটি অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি; আমি যে দেশকে আবেগপ্রবণভাবে ভালোবাসি তার জন্য গান গাই। এখানে, আমাদের প্রিয় ইরানের এই অংশে, যেখানে ইতিহাস এবং আমাদের মিথগুলো মিশে আছে, কনসার্টে আমার কণ্ঠস্বর শুনুন এবং এই সুন্দর স্বদেশের কল্পনা করুন।"

প্রতিবেদন অনুযায়ী, একই দিনে তেহরানে আরও দুই পুরুষ সঙ্গীতশিল্পী, সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদারও আটক হয়েছেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানে হিজাব পরা বাধ্যতামূলক হয়। অনেক নারী এই নিয়মকে ধর্মীয় বিশ্বাসের অভিব্যক্তি হিসেবে মেনে নিলেও, কেউ কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখেন। ২০২২ সালে, হিজাব না পরায় আটক হয়ে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়, যা ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি করেছিল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv