বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ সম্প্রতি এক নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, এবং ভারতের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করেছেন।
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তবে গত চার মাসে তারা আওয়ামী লীগ সৃষ্ট সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে।"
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে তিনি ভারতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, ভারত তখন নিজেদের স্বার্থে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তার দাবি, "ভারত বাংলাদেশকে করদ রাজ্য হিসেবে ব্যবহার করার লক্ষ্যেই সহযোগিতার ভান করেছিল।"
তিনি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার শাসনামল সম্পর্কে কড়া ভাষায় বলেন, "শেখ মুজিবকে এবং পরে শেখ হাসিনাকে ভারতের পুতুল হিসেবে ক্ষমতায় বসানো হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।"
পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যর্থতা এবং জাতীয় নির্বাচন আয়োজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করেন।
এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, যারা সবাই ভারতের আধিপত্যবাদ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। তবে গত চার মাসে তারা আওয়ামী লীগ সৃষ্ট সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। ফলে দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয়ক্ষমতার বাইরে রয়ে গেছে।"
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে তিনি ভারতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, ভারত তখন নিজেদের স্বার্থে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তার দাবি, "ভারত বাংলাদেশকে করদ রাজ্য হিসেবে ব্যবহার করার লক্ষ্যেই সহযোগিতার ভান করেছিল।"
তিনি শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার শাসনামল সম্পর্কে কড়া ভাষায় বলেন, "শেখ মুজিবকে এবং পরে শেখ হাসিনাকে ভারতের পুতুল হিসেবে ক্ষমতায় বসানো হয়। এতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।"
পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যর্থতা এবং জাতীয় নির্বাচন আয়োজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর গুরুত্বারোপ করেন।
এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, যারা সবাই ভারতের আধিপত্যবাদ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।