হামলা ঠেকাতে শক্তিশালী রাডার বসাতে চায় ভারত

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৫:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৫:১৬:৩২ অপরাহ্ন

নতুন উচ্চতায় ভারত তার আকাশসীমা সুরক্ষিত করতে যাচ্ছে, আর এর জন্য সে বিশেষভাবে রাশিয়ার সহায়তা নিচ্ছে। মস্কো থেকে ভারত সরকারের পরিকল্পনা রয়েছে দূরপাল্লার ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থা কেনার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করছে এবং এ চুক্তির মূল্য হতে পারে ৪০০ কোটি ডলার।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, চলমান রুশ-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য বিশ্বব্যাপী সংঘাতের প্রেক্ষাপটে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বেড়েছে। বিশেষত, ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চায়, এবং এই উদ্দেশ্যেই রুশ ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থার দিকে নজর দিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি মস্কো সফর করেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। ওই বৈঠকের পরই ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থার প্রতি ভারতের আগ্রহ প্রকাশিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ‘ভোরোনেজ’ রাডার ব্যবস্থা তৈরি করেছে রাশিয়ার সংস্থা আলমাজ-অ্যান্টে করপোরেশন। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী দূরপাল্লার রাডার সিস্টেম, যার কার্যক্ষমতা প্রায় ৮ হাজার কিলোমিটার পর্যন্ত। এই রাডার একসঙ্গে ৫০০টিরও বেশি বস্তুকে শনাক্ত করতে সক্ষম এবং বিশেষত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ‘স্টেলথ’ যুদ্ধবিমান শনাক্ত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী।

রুশ সংবাদ সংস্থা স্পুটনিক ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, এই রাডার সিস্টেম বর্তমানে আরও উন্নত করার প্রক্রিয়ায় রয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বেশি সংকেত তরঙ্গ ব্যবহার করে আরও নিখুঁতভাবে কাজ করবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারত এই রাডার ব্যবস্থার মাধ্যমে চীন, পাকিস্তান এবং দক্ষিণ-পূর্ব এশিয়া তথা ভারত মহাসাগরীয় অঞ্চলের আকাশপথে কোনও আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়াতে চায়। বিশেষত, যুদ্ধ পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা রোধের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv