বেনজেমা-কান্তের ভোট না পেয়েও ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে

আপলোড সময় : ১৫-১২-২০২৪ ০৫:৩১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৪ ০৫:৩১:২২ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স এবং মাঠের বাইরের বিতর্ক বেশ আলোচিত হলেও, তার সাম্প্রতিক সাফল্য তাকে নতুন এক আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। ২০২৩-২৪ সালের পারফরম্যান্সের জন্য তিনি আবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেছেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থবারের মতো পাওয়া এই সম্মান।

এমবাপ্পে প্রথম এই পুরস্কারটি জিতেছিলেন ২০১৮ সালে, এবং পরের বছর ২০১৯ সালেও এটি তার দখলে চলে আসে। এরপর, পুরস্কারটি মৌসুম ভিত্তিক দেওয়া শুরু হয়, এবং ২০২২-২৩ মৌসুমে তৃতীয়বারের মতো ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পান তিনি।

গত মৌসুমে পিএসজির হয়ে ৫২ গোল করার পাশাপাশি লিগ আঁর শিরোপা এবং ফ্রেঞ্চ কাপ জয় করেন এমবাপ্পে। তার নেতৃত্বে ফ্রান্স ইউরো ২০২৪ এর সেমিফাইনালে জায়গা করে নেয়, যা তার অসাধারণ পারফরম্যান্সের প্রমাণ।

ভোটের দিক থেকে এমবাপ্পের পরে অবস্থান করছেন আর্সেনালের উইলিয়াম সালিবা, যিনি গত মৌসুমে দারুণ খেলে আর্সেনালকে শক্তিশালী করেছেন। এছাড়া তালিকায় আরও আছেন এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ঁ এবং এমবাপ্পের দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ, এদুয়ার্দো কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv