৭১ নয় ২৪’র বিজয় পূর্ণতা দিয়েছে স্বাধীনতাকে: উপদেষ্টা নাহিদ ইসলাম

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১১:১৯:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১১:১৯:৪২ পূর্বাহ্ন
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, "একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছিলাম, তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে।"

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, "আজকের দিনে আমরা মুক্তিযুদ্ধের সকল বীর শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। সেই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতিও শ্রদ্ধা জানাই। একাত্তরের বিজয় আমাদের রাজনৈতিক স্বাধীনতা এনে দিলেও সেই স্বাধীনতা রক্ষায় আমরা বারবার হোঁচট খেয়েছি। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের অভ্যুত্থান জনগণকে প্রকৃত স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। আজ আমরা সেই পূর্ণ বিজয়ের অনুভূতিতে উদ্ভাসিত।"

উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম। সকালের বিভিন্ন সময়ে তারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিন সকাল ৭টা ১২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শ্রদ্ধা নিবেদন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv