১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ দাবি করলেন মোদি

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ১২:২১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ১২:২১:৫৩ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বর তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে "ভারতের ঐতিহাসিক বিজয়" হিসেবে দাবি করেন। তার পোস্টে মোদি ভারতের সাহসী সৈন্যদের আত্মত্যাগ ও বিজয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আজ আমরা ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই।”

মোদি আরও লেখেন, “এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”

মোদি এই দাবি করলেও, বাংলাদেশে তার মন্তব্যটি বিতর্কের সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছেন, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।”

তিনি আরও লেখেন, “যখন ভারত এই স্বাধীনতাকে নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv