কিরগিজস্তানের প্রধানমন্ত্রী বরখাস্ত

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক জাপারভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সাদির জাপারভ। সোমবার প্রেসিডেন্ট প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, আকিলবেক জাপারভকে অন্য একটি পদে স্থানান্তরের কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে। তবে তার নতুন দায়িত্ব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। আকিলবেক জাপারভ ২০২১ সাল থেকে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রেসিডেন্সিয়াল প্রশাসনের আরেকটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম উপ-প্রধানমন্ত্রী আদলবেক কাসিমালিয়েভ।

কিরগিজস্তান, মধ্য এশিয়ার একটি পার্বত্য দেশ এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, ১৯৯১ সালে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, দেশটির অর্থনীতি মূলত রাশিয়ায় কাজ করা লাখ লাখ অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। রেমিটেন্স কিরগিজস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২০ শতাংশ অবদান রাখে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv