শনিবার থেকে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:৪৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:৪৭:২৫ অপরাহ্ন
আগামী সপ্তাহে শীতের কনকনে ছোঁয়া বাড়বে! আবহাওয়া অফিস বলছে, শনিবার থেকে দু-তিন দিনের জন্য বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি মানেই—তাপমাত্রার পতন। শীতের আমেজ তখন আরও জমে উঠবে। জানুয়ারি থেকে তীব্র শীতের গল্প শুরু হবে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

এই সপ্তাহে কিন্তু দিন-রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে। তবে ভোরবেলা কুয়াশা আপনাকে মুড়ি খাওয়ার ইচ্ছে করিয়ে দিতে পারে।

সিলেটের শ্রীমঙ্গলে সবচেয়ে কম তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস আর সীতাকুণ্ডে সবচেয়ে বেশি ৩০ ডিগ্রি সেলসিয়াস—এভাবেই চলছে দেশের তাপমাত্রার রোলার কোস্টার।

এদিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন লঘুচাপ। তার প্রভাব কেমন হবে, সেটা সময়ই বলে দেবে। আপাতত কুয়াশার চাদরে নিজেকে জড়িয়ে, শীতের রোমান্টিকতা উপভোগ করাই বেস্ট অপশন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv