ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর বিছানায় শুয়ে ছিলেন স্বামী

আপলোড সময় : ১৭-১২-২০২৪ ১১:২৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৪ ১১:২৬:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের পর স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী। নিহত গৃহবধূ রিনা আক্তার (২২) সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী মো. নাহিদ হোসেন (২৫) খুলনার রূপসা উপজেলার বাসিন্দা এবং পেশায় ফার্নিচার মিস্ত্রি।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রিনার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের পর নাহিদ পাশের ঘরের বিছানায় শুয়ে ছিলেন। স্বজনেরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, চার বছর আগে রিনার সঙ্গে নাহিদের বিয়ে হয়। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে। সম্প্রতি নাহিদ স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় চরচেঙ্গা বাজার থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন নাহিদ। পরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও মারামারি শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন, এতে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে নাহিদকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv