আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আনা হলো

আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০১:১৩:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০১:১৩:১৭ অপরাহ্ন
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬ জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন। এই মামলায় তদন্ত প্রতিবেদন আজই জমা দেওয়া হবে।

আজ ট্রাইব্যুনালে যাঁদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, তাঁদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মো. জাহাংগীর আলম, এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অন্তর্ভুক্ত।

এ মামলায় মোট ৪৫ জন আসামি রয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় আজ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেবে। ১৮ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের গ্রেপ্তার ও তদন্ত প্রতিবেদন জমার জন্য এক মাস সময় দিয়েছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv