ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, ব্যাখ্যা চেয়েছেন আদালত

আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০২:৫৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০২:৫৭:০২ অপরাহ্ন
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। আজ মঙ্গলবার তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, "ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন। কেন তাঁকে গ্রেপ্তার করা হয়নি, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং প্রতিবেদন দিতে বলা হয়েছে।" তাজুল ইসলাম আরও জানান, যদি আদালতের নির্দেশ সত্ত্বেও সহযোগিতা না করা হয়, তবে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি বলেন, "ওবায়দুল কাদের কীভাবে দেশ ছেড়েছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে," এবং শেখ হাসিনাকে ভারতে ফেরত আনার জন্য ইন্টারপোলের পদক্ষেপের বিষয়েও তদন্ত চলছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, গুম কমিশনের রিপোর্টে শেখ হাসিনাকে অপরাধের নিউক্লিয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ বছর শেখ হাসিনার নির্দেশে বহু মানুষ হত্যা এবং নিষ্ঠুর অপরাধের সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। এসব বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানদের স্বীকারোক্তি রয়েছে, যা ট্রাইব্যুনাল আমলে নিয়েছে।

তিনি আরও জানান, আদালত তদন্ত শেষ করার জন্য ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। একই সঙ্গে, গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাসের সময় দেওয়া হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv