ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, যিনি শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন, তার বিয়ে নিয়ে বেশ আগ্রহ রয়েছে অনুরাগীদের। মডেলিং দিয়ে শোবিজে প্রবেশ করলেও পরবর্তীতে তিনি বড় পর্দার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিয়ের বিষয়ে নানা প্রশ্নের সম্মুখীন হলেও তিনি বেশ কয়েকবার বলেছেন, "বর পেলেই বিয়ে করবেন।"
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এবং জানিয়ে দেন, বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান। ববি বলেন, "প্রথমত, তাকে একজন মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধ থাকা উচিত। আমাকে বুঝবে, আমাকে প্রাধান্য দেবে।"
এছাড়া তিনি বলেন, গায়ের রং নিয়ে কোন আপত্তি নেই এবং ‘সাদা-কালো’ বিষয়টি তার অপছন্দ। ববি তার পছন্দের পুরুষের জন্য একটু লম্বা মানুষ চাওয়ার কথা জানান, তার বাবাও ছিলেন লম্বা।
তার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা তার বাবা, দুই বোন এবং তাদের চার সন্তানদের জন্য বরাদ্দ রয়েছে বলে জানান ববি। তার কথায়, "এরা আমার ট্রু লাভ।"
এদিকে, ববি বর্তমানে 'বউ' এবং 'তছনছ' নামে দুটি সিনেমায় কাজ করছেন এবং ক্যারিয়ার নিয়ে বেশ ফোকাসড থাকায় সাম্প্রতিক সময়ে তিনি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এবং জানিয়ে দেন, বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান। ববি বলেন, "প্রথমত, তাকে একজন মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধ থাকা উচিত। আমাকে বুঝবে, আমাকে প্রাধান্য দেবে।"
এছাড়া তিনি বলেন, গায়ের রং নিয়ে কোন আপত্তি নেই এবং ‘সাদা-কালো’ বিষয়টি তার অপছন্দ। ববি তার পছন্দের পুরুষের জন্য একটু লম্বা মানুষ চাওয়ার কথা জানান, তার বাবাও ছিলেন লম্বা।
তার ব্যক্তিগত জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা তার বাবা, দুই বোন এবং তাদের চার সন্তানদের জন্য বরাদ্দ রয়েছে বলে জানান ববি। তার কথায়, "এরা আমার ট্রু লাভ।"
এদিকে, ববি বর্তমানে 'বউ' এবং 'তছনছ' নামে দুটি সিনেমায় কাজ করছেন এবং ক্যারিয়ার নিয়ে বেশ ফোকাসড থাকায় সাম্প্রতিক সময়ে তিনি ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।