মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান

আপলোড সময় : ১৮-১২-২০২৪ ১০:৪৬:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৪ ১০:৪৬:৫২ পূর্বাহ্ন
রাজধানীর কাপ্তান বাজারে সড়ক অবরোধ করে ব্যবসা চালানোর ফলে নিয়মিত যানজটের সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে যৌথ বাহিনী অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালায়।  

অভিযান শুরু হয় রাত ১২টার দিকে। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান মুরগি ব্যবসায়ীরা। প্রতিদিন এই এলাকায় সড়ক বন্ধ করে পোল্ট্রি মুরগির বাজার বসানো হয়, যা যান চলাচলে বড় বাধা তৈরি করে।  

নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সমন্বয়ে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের উচ্ছেদ করে এবং বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা জব্দ করা হয়।  

ব্যবসায়ীরা দাবি করেন, সিটি করপোরেশন থেকে ইজারা নিয়ে তারা এখানে ব্যবসা করেন। তাদের কথায় উঠে আসে, প্রতিদিন লক্ষাধিক টাকা সিটি করপোরেশনকে চাঁদা দেওয়া হয়।  

কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাজউদ্দিন জানান, রাস্তা যানজট মুক্ত রাখতে ৮ জন লাইনম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি আরও জানান, তাদের দেওয়া চাঁদা সরাসরি সিটি করপোরেশনে যায়।  

অভিযান শেষে রাস্তায় রাখা ৫টি ট্রাককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, ইজারার মেয়াদ অতিক্রান্ত হয়েছে এবং জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তা উন্মুক্ত রাখতে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও পরিচালনার আশ্বাস দেন তিনি।  

অভিযানের একপর্যায়ে ভ্যান উচ্ছেদের সময় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক ছিল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv