ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৪:৫৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৪:৫৬:৫৬ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান এবং আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল বা বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ-পশ্চিম এলাকাতেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, শোভাযাত্রা বা সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একই ধরনের আদেশ জারি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এই আদেশের পরপরই ইজতেমা ময়দান থেকে মুসল্লিরা শামিয়ানা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে শুরু করেছেন। কেউ বাস বা পিকআপে, কেউ পায়ে হেঁটে এলাকা ত্যাগ করছেন।

গাজীপুর ও ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv