‘বিশেষ ক্যাডারের প্রতি দুদক কোনো রকম আনুকূল্য দেখাবে না’

আপলোড সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৪ ০৫:৫২:১৮ অপরাহ্ন
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ যাচাই-বাছাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি এ হুঁশিয়ারি দেন। 

দুর্নীতিগ্রস্ত আমলাদের রেহাই না দেওয়ার কথা উল্লেখ করে আক্তার হোসেন বলেন, "টিআইবি ও অন্যান্য সংস্থার ভাষ্যমতে, এবং গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতা নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানে যে কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনের কাছে এলে বা নজরে এলে, কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"

তিনি আরও বলেন, "এ ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই। কমিশন প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে এ বার্তা দিতে চায়।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv