খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন পর্যটক আহত হয়েছেন

আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০১:২৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০১:২৫:৩৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে ২০ জন পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আলুটিলার পুনর্বাসন এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাসটি সড়কে উল্টে যায়।আহতরা জানান, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আমিনা খাতুন বিদ্যাপীঠের ১৭ জন শিক্ষকের একটি টিম ঢাকা থেকে সাজেকের উদ্দেশে ঢাকা রওনা দেয়। খাগড়াছড়ির আলুটিলা আসতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এতে করে ২০ জন আহত হন। বর্তমানে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।খাগড়াছড়ি ট্রাফিক পুলিশের পরিদর্শক সুমন জাহিদ বলেন, ‘বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। চালক ঘুমিয়ে পড়ায় বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।এদিকে, বাসটি সড়কের ওপর উল্টে যাওয়ায় উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খাগড়াছড়ির সাথে কয়েক ঘণ্টা ঢাকা-চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv