ওয়েস্ট ইন্ডিজকে  হোয়াইটওয়াশ করল টাইগাররা 

আপলোড সময় : ২০-১২-২০২৪ ১০:২৫:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৪ ১০:২৫:০২ পূর্বাহ্ন
ক্যারিবীয়দের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ায় হতাশ হয়েছিলেন টাইগার সমর্থকরা। তবে এবার সেই ওয়েস্ট ইন্ডিজকেই তাদের ঘরের মাঠে টে-টোয়েন্টিতে ধবলধোলাই করে সমর্থকদের আনন্দে ভাসালেন জাকের-লিটনরা।
ক্যারিবীয়দের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেয়েছে টাইগাররা। ছবি: ইএসপিএন ক্রিকইনফোশুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ই ছিল না। এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে পর বল হাতে দারুণ ছন্দে ছিল টাইগাররা। ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। আর তাসকিন ও শেখ মাহেদী নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে।১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে দলীয় শূণ্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিকদের ১৯০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাসকিনের বলে দলীয় শূন্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মেহেদী।

এরপর জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৪৫ রানে পুরানের উইকেট তুলে নেন মেহেদী। পরের ওভারেই হাসান মাহমুদের বলে শেখ মাহেদীর হাতে ক্যাচ দিয়ে রোস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস।এতে ৭ ওভার শেষে দলীয় ৫০ রানেই আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দশম ওভারে দলীয় ৬০ রানে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। দলীয় ৯৫ ও ৯৭ রানে গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান রোমারিও শেফার্ড।
 
তবে ১৫.৪ ওভারে তানজিম সাকিবের বলে শেফার্ড বিদায় নিলে জয়ের অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। পরের ওভারে ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরেক পেসার তাসকিন আহমেদ।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জাকের আলীর ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। জাকের আলী ৪১ বলে অপরাজিত ৪২ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
ম্যাচসেরা হয়েছেন জাকের আলী ও সিরিজ সেরার পুরষ্কার পেয়েছে শেখ মেহেদী হাসান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv